Upcoming Events

No upcoming events.

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে লন্ডনে জনসংযোগে ও লিফলেট বিতরণ

সুন্দরবনবিনাশী কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে বাংলাদেশের তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে আজ পূর্ব লন্ডনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। জাতীয় কমিটি যুক্তরাজ্য শাখার উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। লিফলেট বিতরণ ও জনসংযোগের সময় মানুষের কাছ থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সুন্দরবন নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ আর উৎকন্ঠা ছিল লক্ষণীয়। তারা চলমান সুন্দরবন রক্ষা আন্দোলনের সাথে সংহতি প্রকাশ ও বাংলাদেশের জাতীয় স্বার্থ বিরোধী এই চুক্তি বাতিলের দাবি জানান।
সুন্দরবনবিনাশী সকল চুক্তি বাতিলের দাবিতে প্রচার অভিযানে জাতীয় কমিটি যুক্তরাজ্য শাখার সাথে অংশ নেন ব্রিটেনের স্যোসালিষ্ট পার্টি ফর ইংল্যান্ড এন্ড ওয়েলসের বন্ধুরা। রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে জাতীয় কমিটির যুক্তরাজ্য শাখা আগামীতে এ ধরনের আরো উদ্যোগ গ্রহণ করবে।
ফুলবাড়ি দিবসের কর্মসূচিঃ আগামী ২৬ আগষ্ট ফুলবাড়ি দিবসে জাতীয় কমিটি যুক্তরাজ্য শাখা গ্লোবাল কোল ম্যানেজমেন্ট বা জিসিএমকে (সাবেক এশিয়া এনার্জি) লন্ডন শেয়ার মার্কেট থেকে বের করে দেবার দাবিতে লন্ডন শেয়ার মার্কেটের সামনে সমাবেশ করবে। বাংলাদেশ সরকারের সাথে কোন চুক্তি ছাড়াই জিসিএম দিনাজপুরের প্রকল্প দেখিয়ে লন্ডন শেয়ার মার্কেট থেকে অর্থ সংগ্রহ করছে।