Upcoming Events

No upcoming events.

লন্ডনে সুন্দরবন অভিমুখে জনযাত্রার সমর্থনে সংহতি সভা অনুষ্ঠিত

সুন্দরবনের অদূরে রামপালে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের প্রতিবাদে বাংলাদেশে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সুন্দরবন অভিমুখে জনযাত্রার সমর্থনে ১১ মার্চ লন্ডনে সংহতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের জোর দাবি জানানো হয়। সভায় রামপাল বিদ্যুৎ প্রকল্পকে বন, পরিবেশ, প্রকৃতি ও প্রজাতি বিধ্বংসী হিসাবে আখ্যায়িত করে বলা হয় সরকার জনগণের কথায় কর্ণপাত না করে ক্ষমতার স্বার্থে ভারত তোষণ নীতির গ্রহণ করেছে। সভা থেকে যুক্তরাজ্যে বাংলাদেশ ও ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন ও আন্তর্জাতিক জনমত সংগঠিত করার কর্মসূচি গৃহীত হয়।

বাংলাদেশে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি যুক্তরাজ্য শাখার আহবায়ক ডা: মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. আখতার সোবহান মাসরুরের পরিচালনায় সংহতি সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মোস্তফা ফারুক, বাংলাদেশের কমিউস্টি পার্টির সৈয়দ এনাম, শাহরিয়ার বিন আলী, আবিদ আলী, নিসার আহমেদ, ফুলবাড়ি সলিডারিটি কমিটির ড. রুমানা হাশেম, পল ডারম্যান, সোস্যালিস্ট পার্টি ফর ইংল্যান্ডের পিটার মেসন । এছাড়াও সংহতি বক্তব্য রাখেন ওয়ালি রহমান,মনজুলিকা জামালি রহিমা খাতুন জুলি, জাহানারা রহমান, গোলাম রাব্বানি, এ আজিজ, নাসরিন আহমেদ, প্রসেনজিৎ দত্ত ও গোলাম আকবর মুক্তা প্রমুখ।